Rough Voter List 2022-2023

খসড়া ভোটার তালিকা- ২০২২-২০২৩

সম্মানিত সদস্যবৃন্দ,

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির খসড়া ভোটার তালিকা (২০২২-২০২৩) বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নোটিশ বোর্ডে ও সোসাইটির ওয়েবসাইট-এ প্রদর্শন করা হলো। এ ব্যাপারে কোন সদস্যের যেকোন সংশোধন বা সংযোজন-বিয়োজন থাকলে তা অবশ্যই আগামী ১০(দশ) দিনের মধ্যে অর্থাৎ, ০৫ মে, ২০২২ইং তারিখ দুপুর ২:৩০ এর মধ্যে অফিসে অথবা অফিস সেক্রেটারী বরাবর লিখিত আকারে জানানোর জন্য অনুরোধ করা হলো । যে সকল সদস্য ছবি সরবরাহ করেননি তাদেরকে অবশ্যই উক্ত তারিখের মধ্যে ছবি সরবরাহ করার জন্য অনুরোধ করা হলো। ০৫ মে, ২০২২ইং তারিখের পর কোন সংশোধন গ্রহন করা হবেনা।

আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য ।